প্রকাশিত: Wed, Jan 10, 2024 10:27 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:27 PM

[১]নির্বাচনের খেলা শেষ, এখন খেলা হবে রাজনীতির: ওবায়দুল কাদের

মাসুদ আলম: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, আরাফি  বাইডেনের উপদেষ্টা ভুয়া, বিএনপি-তারেক ভুয়া, তাদের এক দফা ভুয়া। তাদের ভবিষ্যৎ নেই। চারদিকে শুধু অন্ধকার। 

[৩] বুধবার  সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। 

[৪] তিনি আরও বলেন, এখন খেলা সাম্প্রদায়িকতা,জঙ্গিবাদ, দুর্নীতি,লুটপাটের বিরুদ্ধে । এবার খেলা হবে সন্ত্রাস ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে।  

[৫] এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে কাদের বলেন, এবার নবীন-প্রবীনদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে।  বিরোধীদলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক করবেন। আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।  

[৬] মন্ত্রীপরিষদের আকার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কি হবে।  

[৭] এদিকে বুধবার সকালে ধানমন্ডি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসার মধ্যদিয়েই বাংলাদেশের বিজয়ের পূর্ণতা পায়। পাকিস্তানিদের পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। তবে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের বিজয়ও ছিল অসম্পূর্ণ। বিজয়ের মহানায়ক নেই, বিজয়ও যেন অনুপস্থিত। ১০ জানুয়ারি যখন তিনি এলেন, তখনই ১৬ ডিসেম্বরের বিজয় পূর্ণতা পেল। সম্পাদনা: সমর চক্রবর্তী